ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

‘প্রেমিক না হলে ধর্ষণের অভিযোগ আনতাম’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ১২:৪৩ পিএম


loading/img
টলিউড চিত্রগ্রাহক প্রতীক শর্মা: ছবি: সংগৃহীত

টলিউড চিত্রগ্রাহক প্রতীক শর্মা, যার বিরুদ্ধে বেশ কয়েকবার নারীদের হেনস্তার অভিযোগ উঠেছে।এবার তার বিরুদ্ধে অভিযোগ আনলেন প্রাক্তন প্রেমিকা। জানালেন, প্রেমিক না হলে ধর্ষণের অভিযোগ আনতেন এই চিত্রগ্রাহকের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ২০১৫ সালে একটি ব্লগ করেছিলেন ওই তরুণী। সেটি সম্প্রতি ভাইরাল হয়েছে। অভিযোগ আনা তরুণীর দাবি, প্রতীকের এক জন্মদিনে মদ্যপান করে প্রায় অচেতন ছিলেন তিনি। বাড়িতে ছিলেন প্রতীক, ওই তরুণী এবং তার এক বান্ধবী। 

একসময় প্রতীকের প্রেমিকার ওই বান্ধবী তাদের অবগত করে ওয়াশরুমে যান। এ সময় তার পিছু নেন প্রতীক। বিষয়টি মেনে নিতে পারেননি প্রতীকের প্রেমিকা। ফলস্বরুপ সম্পর্ক ভেঙে দেন। বিষয়টি নিজের ব্লগে তুলে ধরেছেন প্রতীকের প্রাক্তন প্রেমিকা। 

বিজ্ঞাপন

আরও জানিয়েছেন, ওই ঘটনার পরে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে সম্প্রতি বললেন, প্রতীক তার প্রেমিক না হলে সেদিন তার বিরুদ্ধে অবশ্যই ধর্ষণের অভিযোগ আনতেন।

প্রতীকের বিরুদ্ধে প্রথম অভিযোগ এনেছিলেন পরিচালক অভিনব সিংহ। তিনি জানিয়েছিলেন, প্রতীক শাহ সমাজমাধ্যমে নারীদের যৌন হেনস্থা করেন। সৌরভের ছবিতে কাজ করার সুবাদে অনলাইনে প্রায় ২০ জন নারীর নগ্ন ছবি চান! জানা গেছে, এ অভিযোগ প্রমাণিত হলে ছবির কাজ থেকে বাদ পড়তে পারেন প্রতীক। 

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |